আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও খালেদা জিয়া আজকে একাকার হয়ে গেছে। তাকে মুক্ত করে আনতেই হবে। অবিলম্বে আমি তার মুক্তির দাবি জানাই। পৃথিবীর ইতিহাস বলে ফ্যাসিবাদ করে ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশে হত্যা, খুন, ডাকাতি, বাড়ি দখল চলছেই। প্রতিটি দিন প্রশ্ন ফাঁস হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর কোনও বিচার হয় না।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকার, যারা পাহাড়ের মতো চেপে বসে আছে তাদের অপসারণ করতে হবে।’
খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি পেতে বিলম্ব হচ্ছে উল্লেখ করে বিএনপি’র এই নেতা বলেন, ‘পাঁচ কর্মদিবসের মধ্যে রায়ের সার্টিফাইড কপি দেওয়া বাধ্যবাধকতা থাকলেও আমরা আজও পাইনি। দেশনেত্রীকে আজ নির্জন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি বলে আজ এই অবস্থা। তিনি যাওয়ার সময় আমাদের মাথা নত না করে গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে গেছেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন