মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিমকে পুলিশ পেটায় বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরে পিটিআই প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে বিএনপি তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পিটি স্কুল রোডে গেলে পুলিশ লাঠি পেটা শুরু করে। এতে জেলা ছাত্রদল নেতা জসিমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন