রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে পুলিশের হামলায় দুই সাংবাদিক আহত

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : বিএনপির কর্মসূচি চলাকালে সকালে ফরিদপুরে সিনিয়র দুই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে পুলিশ। এদের মধ্যে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক হারুন আনছারী রুদ্রকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টার দিকে ফরিদপুর শহরে বিএনপি একটি মিছিল বের করে। এসময় দায়িত্ব পালন কালে পুলিশ সেখানে থাকা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। একপর্যায়ে পুলিশ দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক হারুন আনছারীকে বেদমভাবে পেটায়। হামলায় হারুন আনছারীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মাথায় ৬টি সেলাই দেয়া হয়। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে তাৎক্ষনিক জরুরী সভা করে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা। প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসানের সভাপতিত্বে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে সাংবাদিকদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবী জানানো হয়। সাংবাদিক হারুন আনসারি রুদ্র জানান, কর্মরত পুলিশ বাহিনী আমাকে হত্যা করার উদ্দেশ্যে প্রথমে আমার মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পরলে আমার শরীরের বিভিন্ন অংশে বেধরক পেটাতে থাকে। তিনি আরো বলেন, আমি ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন