চট্টগ্রাম ব্যুরো : সৈয়দ শাহ গোলাম রহমান এছমতির (রহ.) ৫৭ তম ওরশ ম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার মিরসরাই মস্তান নগরে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের পরিচালনা ও রহমানী দরবারের উদ্যোগে দরবার প্রাঙ্গনে এক বিশাল সুন্নী মহাসম্মেলন ও সালাতু-সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খ ছৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আল্লামা ইমাম হায়াত এবং পীরে মোকাম্মেল সৈয়দ মামুনুর রশিদ নিজামী শাহ। এছাড়া অগণিত মুরিদান, ভক্ত-অনুসারী শরিক হন। পরিশেষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করেন পীর সাহেব ছৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন