ইনকিলাব ডেস্ক : সউদী আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে। যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অবশ্য, সউদী আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও পবিত্র মদীনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে। সউদী আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতদিন সউদী নারীরা এসব চাকরি করতে পারত না। এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছে তবে, তার এই ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সউদী সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে। এর আগে নারীদের ব্যবসা করতে স্বামী, পিতা কিংবা পুরুষ অভিভাবকের আর অনুমতি লাগবে না বলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান আল-হুসেইনের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিভাবকের কোনো অনুমতি লাগবে না। সউদী নারীরা এখন থেকে তাদের নিজেদের ব্যবসার করার জন্য মুক্ত। খবরে বলা হয়েছে, এ ছাড়া নতুন কোম্পানি প্রতিষ্ঠা করতে নোটারি সংক্রান্ত ডকুমেন্টও নারীদের দিতে হবে না। বরং কর্তৃপক্ষ এটি স্বয়ংক্রিয়ভাবে করে নেবে। একজন পুরুষের মতো নারীদের কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। সেইসঙ্গে অভিভাবকের অনুমতি ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন নারীরা, যাতে কোনো হয়রানি করবে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সউদী গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন