শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আল শাবাবের হামলায় সোমালিয়ায় নিহত ৩৮

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস এ হতাহতের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছে। গত শুক্রবার চালানো এ হামলার দায় ইতোমধ্যেই দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব স্বীকার করে নিয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ বলেন, একটি বিস্ফোরণ প্রেসিডেন্ট ভবনের ভেতরে ঘটানো হয়েছে এবং অন্যটি একটি জনপ্রিয় হোটেলে ঘটানো হয়েছে। সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এ ভয়াবহ হামলা চালানো হলো। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর মোগাদিসুতে দেশের প্রধান পুলিশ একাডেমিতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সেই হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এছাড়া গত বছরের অক্টোবরে দেশটির ইতিহাসে ভয়াবহ এক হামলায় ৫১২ জন নিহত হয়। ওই ঘটনার জন্য সোমালিয়া সরকার আল কায়েদার ঘনিষ্ঠ আল শাবাব জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করে। আল জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mujahidin islam ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:১৭ পিএম says : 0
All over the world they are against the Mujahidin and Islamic law sharia because all government of muslim the just of the muslim. They are monafeq. Hypocrite. Jalem of the America Zionist israel
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন