ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস এ হতাহতের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছে। গত শুক্রবার চালানো এ হামলার দায় ইতোমধ্যেই দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব স্বীকার করে নিয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ বলেন, একটি বিস্ফোরণ প্রেসিডেন্ট ভবনের ভেতরে ঘটানো হয়েছে এবং অন্যটি একটি জনপ্রিয় হোটেলে ঘটানো হয়েছে। সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এ ভয়াবহ হামলা চালানো হলো। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর মোগাদিসুতে দেশের প্রধান পুলিশ একাডেমিতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সেই হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এছাড়া গত বছরের অক্টোবরে দেশটির ইতিহাসে ভয়াবহ এক হামলায় ৫১২ জন নিহত হয়। ওই ঘটনার জন্য সোমালিয়া সরকার আল কায়েদার ঘনিষ্ঠ আল শাবাব জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করে। আল জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন