অর্থনৈতিক রিপোর্টার : সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঋণখেলাপি ও ব্যাংক লুটসহ আর্থিক অনিয়মকারীদের বিচার করা হবে। গতকাল রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মোট ৩৫ জন বিচারক অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা বে আইনিভাবে দেশের সম্পদ লুট করেছে তাদের কাউকে মাফ করবেন না। এজন্য আপনাদের যত ধরনের সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে তাই দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, যারা ঋণখেলাপি ও আর্থিক খাতে অনিয়ম করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। যারা নির্দোষ তাদের যাতে কোনো রকম হয়রানি করা না হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন