ইনকিলাব ডেস্ক : মালদ্বীপ সরকারের প্রতি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল। । খবরে বলা হয়, ১লা ফেব্রুয়ারি দেশটির সুপ্রিম কোর্ট স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির আদেশ দেয়ার পর থেকে দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। আদালতের রায় পরিবর্তনের জন্য চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ৫ই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। এরপর দুই বিচারপতিকে গ্রেপ্তার করা হয় এবং শেষ পর্যন্ত আদালতের রায় পরিবর্তন করা হয়। গত মঙ্গলবার জরুরি অবস্থার মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট ইয়ামিন পার্লামেন্টের মাধ্যমে মেয়াদ আরো ৩০ দিন বাড়ান। ইইউ’র ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল সমপ্রতি মালদ্বীপ সরকারের প্রতি সাতটি দাবি পূরণের আহŸান জানিয়েছে। এর মধ্যে তারা মালদ্বীপ সরকারের প্রতি আহŸান জানিয়েছে, যাতে তারা অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেয় এবং সব ধরনের সাংবিধানিক অধিকার পুনর্বহাল করে। কাউন্সিল একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং সব রাজনৈতিক বন্দিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহŸান জানিয়েছে। সাউথ এশিয়ান মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন