ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার একটি শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। বিদেশি সৈন্যদের লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র নাজিব দানিশ বলেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাবুলের কাবিল বে এলাকায় এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটলে তারা হতাহত হয়। পুলিশ কমান্ডার বিসমিল্লাহ তাবান নিশ্চিত করেছেন যে এটি আত্মঘাতী হামলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন