বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করাতে কারাগারে ঢুকেছেন বিএনপির সিনিয়র নেতারা। বিকেল ৩টায় নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৮ জন কারাগারে প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মীর্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান ওও নজরুল ইসলাম খান কারাগারে এসে পৌছাননি। খালেদা জিয়ার সাথে দলের নেতাদের এই সাক্ষাতকে গুরুত্বপূর্ণ মনে করছেন দলের নেতাকর্মী, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, এই সাক্ষাতের পর বিএনপির নতুন কর্মসূচি থেকে শুরু করে রাজনৈতিক নীতিনির্ধারনী অনেক কিছুই আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন