শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ছারছীনা দরবার শরিফের ১২৭তম বার্ষিক মাহফিলের প্রস্তুতির কাজ সম্পন্ন

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব এর ঈছালে ছওয়াব ও মাদরাসার বার্ষিক মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনের প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। নিয়মানুযায়ী আগামী ২৭, ২৮ ও ২৯ ফাল্গুন বাংলা মোতাবেক ১১, ১২ ও ১৩ মার্চ ২০১৮ খ্রিঃ রবি, সোম ও মঙ্গলবার এই তিনদিন মাহফিল চলবে। আগামি শনিবার (১০ মার্চ) ছারছীনা শরীফের পীর আলহাজ হযরত মাও: শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব বাদ মাগরিবের মধ্যে দিয়ে তিন দিনের এই মাহফিলের উদ্ধোধন করবেন। ইতোমধ্যে মাহফিলের প্রধান ফটক, প্যান্ডেল, মাহফিলে আসা ছারছীনা শরীফের লক্ষ লক্ষ ভক্ত, মুরিদানদের জন্য ওযু, গোসলের ব্যবস্থার যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। থাকবে অস্থায়ি মেডিকেল ক্যাম্প। এদিকে ছারছীনা শরীফের এই মাহফিল উপলক্ষে আইন-শৃঙ্খলার পক্ষ থেকে মাহফিলে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, আমাদের একশ ফোর্সের ব্যবস্থা থাকবে। মাহফিল ইনতেজাম কমিটির লোক জানান, তিন দিনের এই মাহফিলে দেশ বরণ্য ওলামা, খোলাফাবৃন্দ আলোচনা করবেন। আগামী ২৯ ফাল্গুন বাংলা মোতাবেক ১৩ মার্চ (মঙ্গলবার) যোহর নামাজ বাদ দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মার কল্যাণ কামনা করে পীর ছাহেব হুজুর আখেরী মোনাজাত পরিচালনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন