বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে পরাজিত করা যাবে না। আগামী নির্বাচনে বিএনপিকে দূরে রাখতে সরকার নানা ধরনের অপকৌশল নিয়েছে। খালেদা জিয়াকে কারাগারে পাঠানো সেই কৌশলেরই অংশ। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে দেশে আবারো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করবে।
আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালনকালে তিনি এসব কথা বলেন।
এদিন নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন