ইনকিলাব ডেস্ক : রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত। গত বৃহস্পতিবার পাকিস্তানের সরকারের কাছে আদালতের নির্দেশ পৌঁছেছে। এছাড়া মোশাররফের সব সম্পত্তিও বাজেয়াপ্ত করতে বলেছেন আদালত। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। এ অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তবে স্বেচ্ছা নির্বাসনে থাকা পারভেজ আদালতে কোনো মামলাতেই হাজির হননি। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন