শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উত্তরা গণভবনের দর্শনার্থীদের জন্য ৮০ ভাগ এলাকা উন্মুক্ত করা হলো

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের উত্তরা গণভবনের দর্শনার্থীদের জন্য ৮০ ভাগ এলাকা উম্মুক্ত করা হয়েছে। এছাড়া মিনি চিড়িয়াখানা ও সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মিনি চিড়িয়াখানা ও সংগ্রহ শালার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব সাইদুর রহমান ও নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন। ২০১২ সালের অক্টোবরে ১০টাকা টিকিটের বিনিময়ে নাটোরের উত্তরা গণভবনের ২০ ভাগ জনসাধারণের জন্য উম্মুক্ত করা। সম্প্রতি টিকিটের মূল্য ২০টাকা করা হলেও দর্শনার্থীদের জন্য ২০ ভাগের বেশী উম্মুক্ত ছিল না । দর্শনার্থীদের দাবির প্রেক্ষিতে মিনি চিরিয়াখানা ও সংগ্রহশালার পাশাপাশি হাউস লেক, রাণীমহল ও আম্রকানন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। তবে মূল প্যাসেল এখনও উম্মুক্ত করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন