শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাকিস্তানের পারমাণবিক স্থাপনা যথেষ্ট সুরক্ষিত : আইএইএ চিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) ডিরেক্টর জেনারেল ইউকিয়া আমানো করাচির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্ছ¡সিত প্রশংসা করেছেন। তিনি ওই স্থাপনাগুলো পরিদর্শন করেন। করাচির এক হোটেলে আয়োজিত সেমিনারে আমানো পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তানের সাফল্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান এবং আইএইএ’র মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানে এটা তার দ্বিতীয় সফর। সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিআইএসএস) এবং পাকিস্তান ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (পিআইএএ) যৌথভাবে ‘দ্য পিসফুল ইউজেস অব নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড পাকিস্তান’ শিরোনামের এই সেমিনার আয়োজন করে। ১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ হয় পাকিস্তান। যুক্তরাষ্ট্র অবশ্য তাদের পারমাণবিক অস্ত্র বিস্তার প্রচারণার অংশ হিসেবে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকা এবং ভারত উদ্বেগ প্রকাশ করে বলে যে দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার যোগ্যতা পাকিস্তানের নেই। নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয় যে, “বিশ্বকে অবশ্যই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” এমন কথাও শোনা গেছে যে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের উপর নজরদারি করার জন্যই আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ঘাঁটি গেড়েছে। আমেরিকার প্রাচীন ও মর্যাদাপূর্ণ সংবাদ ম্যাগাজিন দ্য আটলান্টিকের সম্পাদক জেফরি গোল্ডবার্গও বলেছেন যে পেন্টাগনকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের উপর নজর রাখতে হবে এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলোকে ‘নিরাপদ’ রাখার জন্য পেন্টাগনের একটি ‘গোপন পরিকল্পনাও’ রয়েছে। যুক্তি দেয়া হয় যে পাকিস্তানে অস্থিতিশীলতা তৈরি হলে সন্ত্রাসীরা হয়তো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো দখল করে বসতে পারে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানের বিদ্যুতের ২% আসছে পারমাণবিক শক্তি থেকে, অন্যদিকে হাইড্রোকার্বন-ভিত্তিক প্ল্যান্ট থেকে আসছে ৬৫%। পারমাণবিক প্ল্যান্ট স্থাপনে মূলধন বেশি লাগলেও এগুলোর পরিচালনা খরচ কয়লাভিত্তিক প্ল্যান্টের চেয়ে কম। তাছাড়া, পারমাণবিক শক্তি দিয়ে যে প্ল্যান্টগুলো চলে, সেগুলো পরিবেশের জন্যও ভালো। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন