শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

১৬টি পরমাণু চুল্লি তৈরি করতে চায় সউদী আরব

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে করছে ইরান ও সউদী আরব। এ ব্যাপারে এরই মধ্যে সউদী আরব ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরমাণু চুল্লি বানানোর বিষয়ে চুক্তির জন্য আলোচনা শুরু করছেন। জানা গেছে, সউদী আরব অন্তত ১৬টি পরমাণু চুল্লি বানাতে চায়। যার জন্য ব্যয় হবে ৮ হাজার কোটি ডলার। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করে সউদী আরবও তা করবে। তিনি বলেন, ‘সউদী আরব কোনো ধরনের পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, সউদী আরব যদি একটি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও তৈরি করবো।’ আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন