শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সে বাংলাদেশ ১১তম

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গাড়ীতে যাত্রা করার সময় ভুলে জিনিসপত্র রেখে যাওয়ার দিক দিয়ে বাংলাদেশ ১১তম স্থানে। আর শহরের দিক দিয়ে ঢাকার অবস্থান ৩৬তম। সম্প্রতি অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে। ইনডেক্সে বলা হয়, প্রায়শই ঢাকাবাসীরা উবারের গাড়িতে জিনিসপত্র ভুলে রেখে যান, যার কারণে এবছর বাংলাদেশও এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১১তম এবং নগর হিসেবে ঢাকার অবস্থান ৩৬তম। প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মানুষ তাদের চাবি, চার্জার, মানিব্যাগসহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ভুলে গাড়িতে রেখে যান। যাত্রীরা প্রায়শই যেসব জিনিসপত্র ভুলে রেখে যান তার উপর ভিত্তি করেই উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই তালিকার মাধ্যমে প্রকাশ পায় কোন শহরের মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এবং জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা কোন দিন বেশি থাকে। উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, জীবনে কখনো না কখনো আমাদের সবার সাথেই এমন হয়েছে যে আমরা আমাদের খুবই প্রয়োজনীয় বা প্রিয় জিনিসটি হারিয়ে ফেলেছি। সেই জিনিসটি যখন ফিরে পাওয়া যায় তখন খুশির সীমা থাকে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন