ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আহবায়ক কমিটির এক সভা মাওলানা মোঃ ইলিয়াস আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব এডভোকেট, বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল করিম খান, মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন। মাওলানা মোঃ ইলিয়াস আতহারীকে সভাপতি ও মাওলানা আনোয়ার হোসাইন আনসারীকে সাধারণ সম্পাদক করে ২০১৮-২০১৯ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ-সভাপতি মাওলানা কাজী যোবায়ের মাসুদ, মুফতি বরকত উল্লাহ, মাওলানা রাশেদ বিন নূর, পীরজাদা সৈয়দ মুহাম্মদ হাসান, মাওলানা মুফতি হোসাইন আহম্মদ, যুগ্ন সম্পাদক মাওলানা আরমান হোসাইন, মাওলানা নূরুল হক আরমান ও মাওলানা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ শামীম উজ জামান আযাদ, অর্থ সম্পাদক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন