২০ দলীয় জোটের শীর্ষনেতা, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেছেন দেশে আইনের শাসন এবং গণতন্ত্র সুসংহত করার জন্য জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। দেশের জনগণ শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোট প্রয়োগ করতে চায়। এই বিষয়ে নির্বাচন কমিশন এবং আমলা প্রশাসন নিরপেক্ষ ভ‚মিকা পালন করতে ব্যর্থ হলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবাদ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচনকালীন সরকারের প্রতি এডভোকেট রকিব জোর দাবী জানান। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন