শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো দৈনিক পত্রিকায় সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দেশে-বিদেশের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে কখনো কোনো জাতীয় দৈনিক কর্তৃক সম্মাননা পাননি। প্রথমবারের মতো তিনি একটি দৈনিকের বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আগামী ২৮ মার্চ দৈনিক আমাদের সময়-এর তেজগাঁওয়ের কার্যালয়ের আম্রকাননে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। দৈনিকটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ থাকবে নানা আয়োজন। এসব অনুষ্ঠানের মধ্যে থাকবে রুনা লায়লাকে ‘আমাদের সময় বিশেষ সম্মাননা’ পুরস্কার প্রদানের বিষয়টি। রুনা লায়লা বলেন, আমাদের সময়ের সম্পাদক সাহেবের সাথে কথা হয়েছে। তিনি বিশেষ সম্মাননা প্রদানের কথা বললে সম্মতি জানাই। তিনি বলেন, এর আগে দেশ-বিদেশের নানান পুরস্কার পেয়েছি। যতদূর মনে পড়ে, কোনো জাতীয় দৈনিক থেকে এই ধরনের সম্মাননা পাইনি। এবারই প্রথম পাচ্ছি। যারা আমাকে এমন সম্মাননায় ভূষিত করছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।’ দৈনিক আমাদের সময় সূত্রে জানা যায়, বিশিষ্ট লেখক সিরাজুল ইসলাম ও ক্রিকেট খেলোয়ার মাশরাফি বিন মর্তুজা একই সম্মাননায় ভূষিত হবেন। এদিকে রুনা লায়লা প্রথমবারের মতো একটি গানের সুর সঙ্গীত করেছেন। আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানের সুর সঙ্গীতায়োজন করেছেন তিনি। গানটি গেয়েছেন আঁখি আলমগীর। আগামী ১৩ এপ্রিল ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। রুনা লায়লা বলেন, ‘আঁখি অসাধারণ গেয়েছে। তাকে এর আগে এই ধরনের গানে শ্রোতা-দর্শক পাননি। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। একটি সিনেমার গল্প’র অন্যতম একটি আকর্ষণও বটে আঁখির গাওয়া এই গানটি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন