যশোর ব্যুরো : যশোরে নাশকতার মামলায় আট উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ৯৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক আমিনুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, শার্শা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, সাধারণ সম্পাদক এম তমাল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহম্মেদ, যুবদল নেতা নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবুল, সহ-সভাপতি নির্মল বিটসহ ৯৭ নেতাকর্মী। আদালত সূত্রে জানা গেছে, জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া নাশকতার ৯টি মামলায় এসব অভিযুক্তরা হাইকোর্টের ছয় সপ্তাহের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন