ব্রিটেনের ‘রুশ বিরোধী পদক্ষেপে’র বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দক্ষিণ ইংল্যান্ডে এক পক্ষত্যাগী রুশ গোয়েন্দার ওপর রাসায়নিক প্রয়োগ নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হুমকি দিয়েছেন তিনি। জাপানের পরাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠকে আলোচনাকালে ল্যাভরভ গত বুধবার বলেন, ব্রিটিশ সরকার যদি রুশ বিরোধী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখে, তবে পারস্পরিক নীতি অনুযায়ী আমরা পাল্টা আঘাত হানব। সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়ার ওপর হামলা নিয়ে ব্রিটিশ সরকারকে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন