ব্রিটেনে করোনা ভাইরাস (কভিড-১৯) সংকট ২০২১ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে আক্রান্ত হতে পারে ব্রিটেনের ৮০ শতাংশ জনগণ। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে হতে পারে মোট জনসংখ্যার ১৫ শতাংশ বা ৮০ লাখ মানুষকে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস এর এক গোপন নথির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। রোববার এনএইচএস কর্মকর্তাদের এক গোপন বৈঠকে এ তথ্য প্রকাশ করে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটেনে প্রতিদিন বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। রোববার একদিনে মারা গেছেন ১৪ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ মানুষ। রোববার প্রকাশিত গোপন নথিটিতে ব্রিটেনে ভাইরাস মোকাবিলাকারী স্বাস্থ্য কর্মকর্তারা প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, ভাইরাসটি আরো ১২ মাস স্থায়ী হতে পারে। ততদিনে আক্রান্ত হতে পারে ৮০ শতাংশ। সরকারের প্রধান মেডিক্যাল উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি এর আগে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছিলেন। তবে রোববারের ব্রিফিংয়ে বলা হয়েছে, ভাইরাসটিতে প্রতি পাঁচ জনের চার জনই আক্রান্ত হতে পারে। নথিটিতে বলা হয়েছে, আগামী ১২ মাসে ব্রিটেনের ৮০ শতাংশ জনগণ করোনায় আক্রান্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন