শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

নতুন ভিসিকে সহযোগিতার আশ্বাস ডা. কামরুল হাসান খানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মান উন্নয়নে নব নিযুক্ত ভিসিকে সব ধরনের সহযোগিতা করার আ ব্যক্ত করেছেন বিদায়ী ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার ভিসি হিসেবে তিন বছর পূর্ণ হবে প্রফেসর ডা. কামরুল হাসান খানের। আগামী তিন বছরের জন্য ২৪ মার্চ ভিসি’র দায়িত্ব গ্রহণ করবেন প্রফেসর কনক কান্তি বড়–য়া। মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। দায়িত্ব থাকা কালে বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান দুর্নীতি পুরোপুরি দূর করতে সক্ষম হয়েছেন বলে দাবি করে প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, গত তিন বছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং এসব পরীক্ষায় কোন ধরণের দুর্নীতি হয়নি। গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, ভিসি মানে ‘বস’ নয়। সমন্বয়কারী। আমি সেই চেষ্টাই করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন