শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্যান্ড দল ডোর স্টেপ-এর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সমপ্রতি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত য়েছে এক্সপেরিমেন্টাল রক ব্যান্ড ডোর স্টেপ-এর নতুন গান ‘এবং আমি ও আমরা’। রক ধাঁচের এই ব্যান্ড দল প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের ১৭ নভেম্বর। যার যাত্রা শুরু হয় রক ঘরানার গান নিয়ে। নতুন গান নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট আলাউদ্দিন হসাইন নাসিম বলেন, ‘এবং আমি ও আমরা’ আমাদের দ্বিতীয় গান। আশা করি, গানটি সকলের ভালো লাগবে। আমরা সাধ্যমত একটি ভালো গান শ্রোতাদের উপহার দেয়ার চেষ্টা করেছি। গানটি প্রকাশের ব্যাপারে ঈগল মিউজিক আমাদের অনেক সহযোগিতা করেছে যা একটি নতুন ব্যান্ডের জন্য আশীর্বাদ স্বরূপ। গানটি নিয়ে ঈগল মিউজিকের চেয়ারম্যান কচি আহমেদ বলেন, বর্তমানে ঈগল মিউজিক নতুন ব্যান্ডগুলো নিয়ে কাজ করছে। আমরা চেষ্টা করছি, ভালো মানের নতুন ব্যান্ড দলকে শ্রোতাদের সামনে তুলে ধরতে। ডোর স্টেপ একটি ভালো ব্যান্ড। আশা করছি, তাদের গান শ্রোতাদের ভালো লাগবে।
ছবিঃ ডোর স্টেপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন