বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শৈলকুপায় আ’লীগ কার্যালয়ে হামলা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দলের প্রতিপক্ষ গ্রুপ। এ সময় অফিসে রক্ষিত প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভেঙ্গে মাটিতে পড়ে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থক রুবেল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনের সমর্থক গহর আলীর মধ্যে উমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে রাতে বাবুল হোসেন সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তাদের বাধা দিলে ৩ জনকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কয়েক বছর আগে বাবুল হোসেন আওয়ামীলীগে যোগদান করেন। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ২৪ মার্চ, ২০১৮, ২:২৪ এএম says : 0
জনগন বলছেন, এত দেখছি “ ডাইনোসরের “ অবস্হা ৷
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন