ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সউদী আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সউদীর রাজধানী রিয়াদে বেশ কয়েকটি মিসাইল ছোঁড়া হয় বলে আরব সংবাদমাধ্যম জানিয়েছে।
সউদী সেনাবাহিনীর দেয়া তথ্য মতে, ৭টি মিসাইল আকাশেই ধ্বংস করা সম্ভব হয়। তবে একটি মাটিতে আঘাত করে। আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বাড়ির ছাদ ধসে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক মিসরীয় নাগরিক। হুথিদের মিসাইল আকাশেই ধ্বংস করতে পাল্টা মিসাইল ছুঁড়ে সউদী সেনাবাহিনী।
হামলার ঘটনাটি ঘটে রোববার দিবাগত গভীর রাতে। গালফ নিউজ জানিয়েছে, তিনটি মিসাইল আঘাত হানে রাজধানী রিয়াদে। অন্যগুলো দক্ষিণাঞ্চলের শহর নাজরান ও জিজানে পতিত হয়। সূত্র : ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন