তুরস্কে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন ধরে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৬ জন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইগদিরে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। ইগদির গভর্নর এনভার উনলু জানিয়েছেন, অভিবাসীবাহী একটি মিনিভ্যান বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায়। অধিকাংশেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসটিতে আরোহী যাত্রীরা অভিবাসী ছিলেন। তারা বাসযোগে অবৈধভাবে দেশটি অতিক্রম করছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহত অভিবাসীরা আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের। তাদের বহনকারী ভ্যানটি অবৈধভাবে ইরান থেকে তুরস্কে প্রবেশ করেছে। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন