শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি নেতা দুদুর মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:২০ এএম

নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এক বছরের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ শুনানি করে এ জামিন মঞ্জুর করেন। ফলে এই বিএনপি নেতার মুক্তিতে কোনো আইনি বাধা থাকল না বলে তার আইনজীবীরা। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবদীন ও সগীর হোসেন লিয়ন।
পরে সগির হোমেন লিয়ন সাংবাদিকদের বলেন, মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) যে ১৮০ জনের নাম ছিল, তাদের মধ্যে শামসুজ্জামান দুদুর নাম ছিল না। পরে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়। এ আইনজীবী বলেন, দুদু আর কোনো মামলায় গ্রেফতারনা থাকায় হাইকোর্টের এই জামিনের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন রাজধানীর কাকরইল-মগবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা থানায় নাশকতার এ মামলা করে পুলিশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ ফেব্রæয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেফতার করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাজু ২ এপ্রিল, ২০১৮, ১:০২ এএম says : 0
এই জামিন নিতে নিতেই আন্দোলন শেষ ..............
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন