লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চারদিন পর দোকানের টিনের চালের ওপর থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট তালপট্টি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সান্তাল ইসলাম শুভ চরফলকন গ্রামের মো. সবুজের ছেলে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শুভর স্বজনরা জানান, গত শুক্রবার বিকালে শুভ নিখোঁজ হয়। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। থানায় জিডিও করা হয়েছিল। আজ সোমবার সকালে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই দোকানের চালার উপরে উঠে শুভর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খেলতে গিয়ে কিংবা আম পাড়তে দোকানের চালার ওপরে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে শুভর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন