শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

লেবাননের জন্য হাজার কোটি ডলারের সহায়তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিরিয়ার বাসার আল আসাদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ যুদ্ধরত থাকায়, দুই বছর আগে লেবাননের জন্য অর্থ সহায়তা বাতিল করে দিয়েছিল সউদী আরব। কিন্তু এবার মন পাল্টেছে দেশটির। সউদী আরব লেবাননকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে। গত শুক্রবার প্যারিসে ওই ঋণ সহায়তার আশ্বাস পাওয়া গেছে। সেখানে সউদী আরব ছাড়াও ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে লেবাননকে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় একই অঙ্কের একটি ঋণ সহায়তা বাতিল করার সময় সউদী আরব বলেছিল, সিরিয়াতে হিজবুল্লাহর ভূমিকা বিবেচনা করে তারা লেবাননকে ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করছে। মিডলইস্ট আই, ওয়াশিংটন পোস্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন