আরো তিন দিন ক্রেডিট কার্ড ছাড়া ব্র্যাক ব্যাংকের সব ধরনের সেবা বন্ধ থাকবে। এর আগে গত ৬ এপ্রিল রাত ২টা থেকে সেবা বন্ধ হয়েছে। আগামী ৯ এপ্রিল রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। গ্রাহকরা কোনো লেনদেন করতে পারবেন না।
গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এ সময়ে কারিগরি উন্নয়নের কাজ করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। এসএমএসসহ বিভিন্ন উপায়ে সব গ্রাহককে এরই মধ্যে বিষয়টি অবহিত করেছে ব্যাংক।
ব্যাংকের ওয়েবসাইটে সেবা বন্ধ-সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ঘোষিত সময়ে ব্যাংকের সব ধরনের লেনদেন, এটিএম কার্ড, চেক ক্লিয়ারিং, ইএফটিএন, আরটিজিএস, সিভিএম, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং এসএমএস ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন