শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ব্র্যাক ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

দেশব্যাপী চলমান সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত সোমবার আশুলিয়ার পবনারটেক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটি এ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, গণকবাড়ী ব্রাঞ্চের ম্যানেজার মাঈনুদ্দীন আহাম্মেদ, এসএমই ব্যাংকিংয়ের রিজিওনাল হেড, গাজীপুর রিজিওন, মিজানুর রহমান মিজান, এজেন্ট ব্যাংকিংয়ের ঢাকা রিজিওনের কো-অর্ডিনেটর গাজী জুনায়েত হোসেন এ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। গ্রামীণ এলাকায় ৭৭ শতাংশ আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিংয়ের গ্রামীণ এলাকায় উপস্থিতি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ১ দশমিক ৭৫ লাখ গ্রাহককে সেবার আওতায় নিয়ে এসেছে। এখন এজেন্ট ব্যাংকিংয়ে প্রতি মাসে ১ দশমিক ৭৪ লাখ লেনদেন সম্পনড়ব হয়, যার মোট পরিমাণ এক হাজার ৫০০ কোটি টাকা। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন