শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ট্রান্সজেন্ডার ও ভিন্নরকমভাবে সক্ষমদের চাকরি দিলো ব্র্যাক ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

কর্মস্থলে বৈচিত্র্যতা সৃষ্টি ও সামাজিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে ট্রান্সজেন্ডার ও ভিন্নরকমভাবে সক্ষম ১৪ জনকে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই নিয়োগ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, জাতি, গোত্র, ধর্ম, লিঙ্গ পরিচয়, শারীরিক অবস্থা কোনো ব্যক্তির প্রতিভা বিকাশে বাধা হওয়া উচিৎ নয়।
এই নতুন কর্মকর্তাদের ব্র্যাক ব্যাংক পরিবারে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকের কর্মীদেরকে সংবেদনশীল হতে অনুপ্রাণিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজের মূলস্রােতে অন্তর্ভুক্ত করতে সচেতনতা সৃষ্টি করবে।
তিনি বলেন, সমাজে প্রচলিত ধারণা ও সামাজিক বাধা দূর করতে ও সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে কাউকে না কাউকে অবশ্যই এগিয়ে আসতে হয়। কর্মস্থলে নিয়োগকৃতদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে জানিয়ে সেলিম রেজা আরো বলেন, আমরা মনে করি, এ উদ্যোগের ফলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের গোড়াপত্তন হবে। আমাদের বিশ্বাস আরো কর্পোরেট প্রতিষ্ঠান এভাবে এগিয়ে আসবে এবং সব মানুষের জন্য সমসুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন