শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ছাত্রলীগের রণপ্রস্তুতি

৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত মানছেন না শিক্ষার্থীরা

ঢাবি রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সরকারি চাকুরিতে ৫৬% কোটা সংস্কার করে তা ১০% এ নামিয়ে আনা সহ ৫ দফা দাবিতে আন্দোলনতর শিক্ষার্থীদের প্রতিনিধি দল আজ সোমবার বিকেলে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করে চলমান আন্দোলন মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত ঘোষণা করে। মন্ত্রী জানান এ সময়ের মধ্যে বিদ্যমান কোটা পদ্ধতি নিয়ে সরকার পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল জানাবে। এদিকে আন্দোলনের সমন্বয়করা রাজু ভাষ্কর্যে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে এ সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা ‘মানিনা মানবোনা মানিনা মানবোনা’, ভূয়া ভূয়া ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
তারা এ সিদ্ধান্ত মানবেনা ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়করা কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবেন বলে ঘোষণা দেন। এতেও তারা শান্ত না হয়ে রাজু ভাষ্কর্যে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকে।
এদিকে আন্দোলনকারীদের এমন অবস্থান সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে ছাত্রলীগ সোমবার সন্ধ্যা সাতটা থেকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন মল চত্বরে এসে জড়ো হতে থাকে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগের নেতাকর্মীদের সেসময় রড লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করতে দেখা গেছে। এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীদের দেশীয় অস্ত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাশে প্রবেশ করতে দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md Shojib ১০ এপ্রিল, ২০১৮, ৪:২৮ এএম says : 0
ভাই এখন কি অবস্থা, সুনলাম ছাত্রলীগ অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে----কালকে কি আন্দলনরত ছাত্ররা আবার অবস্থান নিতে পারবে?
Total Reply(0)
Ruhul Amin ১০ এপ্রিল, ২০১৮, ৪:৫১ এএম says : 0
এই দেশ স্বাধীনতায় প্রতিটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র সমাজের রক্ত কখনো বিফলে যায়নি! অস্ত্র তখনো দমাতে পারে নি! এবারো পারবে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন