শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে। শুক্রবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত চাচা পরিমল বৈরাগী (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। স্হানীয়রা জানায় নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর সঙ্গে তার আপন ভাই পরিমল বৈরাগীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চাচা পরিমল বৈরাগী বাঁধা দেয়। এ সময় আশিষ বৈরাগীর সঙ্গে তার চাচা পরিমল বৈরাগীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিষ বৈরাগী লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করে। লাঠির আঘাতে পরিমল বৈরাগী গুরুতর আহত হলে

পরিবারের লোকজন প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে । পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর রাত ৪ টার দিকে পরিমল বৈরাগীর মৃত্যু হয় । পরিমল বৈরাগীর মারা যাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ বৈরাগী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন