শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়া ছাত্রলীগের সড়ক অবরোধ ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটালীপাড়া ছাত্রলীগ। গতকাল (বৃহস্পতিবার) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
কিছু আওয়ামী লীগধারী লোকের ইন্ধনে ছাত্রদলের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল শেখ, জুয়েল মুন্সি, রেজোয়ান হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান। এর আগে গত ৩ মার্চ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি দিদার দাড়িয়ার ভাই বিএনপি নেতা আসাদ দাড়িয়া বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামিম দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ শুভসহ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এবং এ মামলায় সামিম দাড়িয়া ও তানভীর আহম্মেদ শুভ কারাগারে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন