শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতাধিক বছরের পুরনো বরই ভিটা মাঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোম, মঙ্গল ও বুধবার উপজেলার তেতুলবাড়ী গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করেন তেতুলবাড়ী গ্রামবাসী। বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন কুমার বৈদ্যের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ দিন ধরে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে আসছে। গত বুধবার সমাপনী দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ২৯টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। রাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ১ম পুরস্কার ২১ইঞ্চি, ২য় পুরস্কার ১৭ইঞ্চি ও ৩য় পুরস্কার ১৪ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন অর্জুন কুমার বৈদ্য। এ সময় মেলা পরিচালনা কমিটির সভাপতি খোকন হালদার সাধারন সম্পাদক হরিপদ হালদার অন্যান্যদের মধ্যে রাসমোহন বাড়ৈ, মনোরঞ্জন হালদার, অমল বিশ্বাস, মতিলাল বিশ্বাস, চিত্তরঞ্জন বৈদ্য, বিধান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকেই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নানা বয়সের হাজার মানুষের আগমনে মুখোরতি হয়ে উঠে গোটা তেতুলবাড়ী এলাকা। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিমুল শেখ, দ্বিতীয় মুকসুদপুরের শাহাবুল ও তৃতীয় হয়েছে মাগুরার লতিফ শেখের ঘোড়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন