সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘আগামীকাল ১৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ঘোষণা’

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


মাহফুজুল হক আনার, দিনাজপুর থেকে : আগামীকাল বুধবার দেশের ১৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন হিসাবে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে সংশ্লিষ্ট উপজেলাগুলির প্রতিটি এলাকা ও গ্রামকে বিদ্যুতের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দিনাজপুরের ঐতিহাসিক গোর- এ শহীদ ময়দানে সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যোগ দিয়ে দিনাজপুর সদরকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে প্রধানমন্ত্রী’র ঘোষণাকে জনগনের মধ্যে পৌঁছে দিবেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সূত্র মতে, আগামীকাল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতায় ধামরাই, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নিকলী, চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ অধীনে রাউজান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অধীনে পীরগঞ্জ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিভুক্ত খোকসা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ভুক্ত দেবহাটা, খুলনা ও বাগেরহাট সমিতি ভুক্ত রুপসা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ভুক্ত ফুলতলা, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ভুক্ত দিঘলিয়া, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিভুক্ত বাগাতিপাড়া, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভুক্ত বেড়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভুক্ত বিয়ানীবাজার, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভুক্ত চুয়াডাঙ্গা সদর, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভুক্ত দিনাজপুর সদর ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভুক্ত বিরামপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষণা করা হবে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, দিনাজপুর সদর উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুতায়নের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে।
অপর একটি সূত্র মতে, বুধবার যে ১৫ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হবে এগুলিতে ১৩ লক্ষ ১০০০৯ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেনীর ৭ লক্ষ ৯৯ হাজার ৫২৭টি সংযোগ প্রদান করা হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে ১৮৭৯.৬৬ কোটি টাকা। এর আগে ২০১৭ সালের ১০ ডিসেম্বর প্রথম ৩৬টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। আগামী মার্চে ১৩৫, জুনে ১৩৫ এবং ডিসেম্বরে ১৩৯ টি উপজেলাকে শতকরা বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষনা সমগ্র বাংলাদেশ বিদ্যুতের আওতায় আনার কাজ সম্পন্নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন