ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানসহ দলের ২৬২ জন নেতাকর্মী নিম্ন আদালত থেকে জামিন অন্তর্বর্তীকালীন লাভ করেছেন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ বিজ্ঞ জেলা জজ মো. নবাবুর রহমানের আদালত থেকে তারা জামিন পান। এর আগে বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তার জামিন লাভ করেন। আদালতের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার ঝিনাইদহ ও হরিণাকুন্ডু থানায় দায়েরকৃত ১০টি মামলায় জামিন নিতে জেলা জজ আদালতে হাজির হন। বিএনপি নেতাদের পক্ষে ঝিনাইদহ বারের সভাপতি এড, এস এম মসিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, মামলার পরবর্তী তারিখ আগামী ১৮ জুন। উল্লেখ্য গত মাসে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ৮টি ও হরিণাকুন্ডু থানায় ২টি মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন