শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আদালতে এক আসামির স্বীকারোক্তি

রামগতিতে যুবতীকে হত্যা

লক্ষীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুরের রামগতিতে কহিনুর বেগম হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তারকৃত দুলাল হোসেন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক কাজী সোনিয়া আক্তারের আদালতে এ জবানবন্দি প্রদান করেন তিনি। এর আগে সকালে রামগতি থানায় দুলাল হোসেনের নাম উল্লেখ করে আরো তিনজনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত কহিনুর বেগমের পিতা নুর করিম। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিফুল হক জানান, কহিনুর বেগম হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে কথিত প্রেমিক দুলাল হোসেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার হয়েছে। জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য,শনিবার সকালে নিজ বাড়ি থেকে ঘুরার কথা বলে মোবাইল ফোনে কহিনুর বেগমকে ডেকে নেয় প্রেমিক দুলাল। পরে রামগতি উপজেলার চরবাদাম এলাকায় রাতের যে কোন সময় ধর্ষনের পর হত্যা করে পশ্চিম চরকলাকোপা এলাকায় একটি ফসলের মাঠে কহিনুর বেগমের লাশ ফেলে চলে যায় দুলালসহ অজ্ঞাতরা। রোববার রাতে ফসলের মাঠে কহিনুর বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন