এক গ্রামে ছিল এক বাগান। সে বাগানেই থাকতো এক শালিক। পিতরাজ গাছের কা-ের গর্তে ছিল তার বাসা। তার ঘরে ছিল দুই ছানা। তারা সারাদিন সেখানে চেঁচামেচি করতো। ওই বাগানেই আবার থাকতো অনেক কাক। সুযোগ পেলেই তারা পাখিদের ছানা ধরে খেতো। এ কারণে বাবা আর মা শালিক ছানাদের দেখেশুনে রাখতো। কাকের গল্প তাদের বলতো। একদিন ছানাদুটি বায়না ধরলো। তারা কাকদের দেখতে চায়। কিন্তু বাবা-মা অনেক নিষেধ করলো। তাদের কাক দেখালো না। বড়ো ছানাটি ছিল বেশ জেদি। একদিন বাবা-মা বাসা ছেড়ে খাবার সন্ধানে বের হলো। এই ফাঁকে একটা কাক আসলো। বড়ো ছানা কাকের ডাক শুনে খুব খুশি হলো। সে আগ্রহ নিয়ে মাথা বের করে কাককে দেখতে চাইলো। ছোটো ছানা তাকে বাধা দিলো। কিন্তু কোনো কাজ হলো না। সে নিষেধ না মেনে গর্ত থেকে তার মুখ বের করলো। ছানার মুখটা দেখেই চালাক কাক এক ছু মেরে তাকে নিয়ে দূরে উড়াল দিল। এরপর তাকে খেয়ে ফেললো। ছোটো ছানা তা দেখে আওয়াজ করে চেঁচাতে থাকলো। মা আর বাবা শালিক খাবার নিয়ে এক সময় ঘরে ফিরলো। এসে দেখলো ছোটো ছানা চেঁচাচ্ছে। তারা ঘরে উঁকি মারলো। বড়ো ছানাকে তারা পেলো না। ছোটো ছানা তাদের বললো,
-আমি আর এমন আবদার রাখবো না। খারাপ জেদ করবো না। আমার জীবন নিয়ে ঝুঁকি নেবো না। তোমরা আমায় ক্ষমা করো।
ছোটোছানার কথাশুনে বাবা আর মা শালিক বেশ খুশি হলো। বড়ো ছানার জন্য খুব ব্যথা পেল।
সাজ্জাক হোসেন শিহাব
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন