শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’

মতিয়া চৌধুরীর তীব্র সমালোচনা

তারিক ইমন | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যখন তীব্র আন্দোলন ঠিক সেই সময়ে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্দোলনরত বেশ কিছু শিক্ষার্থীদের হাতে ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ লিখা ও মতিয়া চৌধুরীর ব্যঙ্গাত্বক ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ‘ম-তে মতিয়া, তুই রাজাকার তুই রাজাকার’ বলে শ্লোগান দিতে থাকে। 

আন্দোলনরত শাওন ইসলাম নামে এক শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, আমারা কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলন করছি না। আমারা আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছি। এখানে আমাদেরকে কেন রাজাকারের বাচ্চা বলা হবে? অধিকার চাইলেই কি মানুষ রাজাকার হয়ে যায়! আরেকজন শিক্ষার্থী বলেন, দেশের একজন মন্ত্রী হয়ে তিনি এধরনের কথা কিভাবে বলতে পারেন? আমরা তার এ কথার ধিক্কার জানাই।
এর আগের দিন মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে এদিন বিকেল ৫টা পর্যন্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার সন্ধ্যা থেকেই কৃষিমন্ত্রীর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে ৮টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এনে পোড়ানো হয় তার কুশপুত্তলিকা।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন এবং রোববার দিবাগত রাতে ঢাবি উপাচার্যের বাসায় হামলার বিষয়ে সোমবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নেব। তিনি বলেন, রাতের অন্ধকারে ঢাবি উপাচার্যের বাসায় হামলা চালিয়ে তার গায়ে হাত দেয়া, ভাঙচুর ও তাÐব চালানো কোনো দুর্ঘটনা নয়, এটি জঘন্য অপরাধ। এটি ঢাবির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়’।##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
গনতন্ত্র ১২ এপ্রিল, ২০১৮, ৪:২৭ এএম says : 0
জনগন বলছেন, “ হাতিয়ার – ২০১৮ “ পরিবেশে মানুষের হয় পরিবর্তন অক্ষরে অক্ষরে প্রমান পেলাম তার, মাননীয়া কৃষিমন্ত্রীর ভাষ্য কি ডিজিটাল বাংলার বৈশাখীর শুভেচ্ছার ? কথা শুনলে বানায় মুক্তিযোদ্ধা কথার বিরুদ্ধে গেলে রাজাকার, দেশবাসীকে দিয়ে যাচ্ছে ধোকা এই কথাটাকে বানিয়ে হাতিয়ার ৷ হামলাকারীদেরকে খোঁজে দিতে হবে আন্দোলনকারীদেরকে মাননীয়া প্রধানমন্ত্রী বললেন ভাষনে উনার, ছাত্ররা যদি তদন্তকারী অফিসারের দায়িত্ব নেয় তদন্তকারী অফিসার কি রেখেছেন, আন্দোলনকারীকে পিটাবার ???
Total Reply(0)
ইব্রাহিম ১২ এপ্রিল, ২০১৮, ৬:৪৮ এএম says : 0
যেকাউকে রাজাকার বলার প্রচলন দূর করতে হবে।
Total Reply(0)
লাইজু ১২ এপ্রিল, ২০১৮, ৬:৫০ এএম says : 0
রাজাকার শব্দটাই এখন বিরক্তি কারণ হয়ে গেছে
Total Reply(0)
কামরুল ১২ এপ্রিল, ২০১৮, ৬:৫০ এএম says : 0
এটাই দেশের আসল চিত্র
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ১২ এপ্রিল, ২০১৮, ১১:৫২ এএম says : 0
এটাই ওনার স্বভাব
Total Reply(0)
K Malik ১২ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ এএম says : 0
মতিয়া চৌধুরির কি যেন দুইটা নাম দিয়েছে ছাত্ররা!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন