রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সূচক পতনে সপ্তাহের অন্ত

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে। গতকাল বৃহস্পতিবার লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকলেও শেষ পর্যন্ত উল্টো যাত্রা দেখা যায়। ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক বা ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে প্রায় পাঁচ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ২৪ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২২৮টির ও অপরিবর্তিত রয়েছ ৩৭টির। ডিএসই শরিয়াহ সূচক চার দশমিক ৪৩ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৫২ পয়েন্টে রয়েছে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে প্রায় দুই হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন ১৪ কোটি ২৮ লাখ টাকা বেড়ে ৪১ কোটি ১৩ লাখ টাকা হয়েছে। লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৭৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন