শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে যুবক খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১০:৩৬ এএম | আপডেট : ১০:৩৮ এএম, ১৩ এপ্রিল, ২০১৮

রাজধানীর খিলগাঁওয়ের বউবাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল রনি নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা রাত নয়টা ৩৫ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
রাসেল (১৮) খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

রাসেল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বাবা পেশায় রাজমিস্ত্রি।

বর্তমানে রাসেল খিলগাঁও পুরাতন জামে মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের বড় ভাই আবু সালেহ জানান, রাসেল ও তার বন্ধুরা বউবাজার এলাকায় পুরাতন পুলিশ ফাঁড়ি মাঠে ওই এলাকার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছিল। রাত আটটার দিকে খেলা শেষ হয়। প্রতিপক্ষরা খেলায় হেরে যায়।

তিনি আরও বলেন, খেলায় হেরে গিয়ে ওই পক্ষ রাসেলদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষের আকাশ, রানা, সিরাজ, মাসুদসহ কয়েকজন রাসেলের পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খিলগাঁও খিদমা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন