রামগঞ্জ (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
রামগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে রোববার রাতে পৌরসভার বকশী পাটোয়ারী বাড়ীর সামনে থেকে আঃ ছোবহান (৩৫) ও শ্যামপুর বাজার থেকে রাশেদ আলম (২৫) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার এসআই সাইদুর রহমান পিপিএম রাত সাড়ে ৮টায় বকশী পাটোয়ারী বাড়ীর সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ আঃ ছোবহান এবং সন্ধ্যা ৭টায় এসআই রেজাউল করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজারের মনিরের চা দোকানের সামনে থেকে ইয়াবাসহ রাশেদকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ছোবহান পৌর সোনাপুর ওয়ার্ডের বাগের বাড়ীর সুতার বাড়ীর নূরু মিয়া এবং রাশেদ মধ্য করপাড়ার মৃত সিরাজুল হকের ছেলে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন