বাংলা বর্ষবনর উপলক্ষে বিগত কছরগুলোর মত এবারো প্রভাতী অণুষ্ঠানের পরে দিনভর বৈশাখী মেলার আয়োজন করে খুলনা শিপইয়ার্ড। বাংলা বছরের প্রথম দিনের সকালে অফিসার্স ক্লাবের সবুজ চত্তরে প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিপইয়ার্ড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুল আলীম-পিএসসি-বিএন। উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কবিতা আবৃত্তি, নাচ ও সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে বাঙালীর ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন ছিল বিশেষ আকর্ষন।
বাংলা বর্ষবরনের দ্বিতীয় পর্বে শিপইয়ার্ডের রিভারসাইড পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এক বিশাল মেলা বসে। দি নীলফামারীতে নানা আয়োজনে নববর্ষ পালিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন