সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
সীতাকুন্ডের কুমিরায় বিবিসি ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে প্লেট চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ রাজু (২৮)। তিনি উপজেলার মধ্যম সোনাইছড়ি বক্তারপাড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিপব্রেকিং ইয়ার্ডে রোববার রাতে কাজ করা নিষিদ্ধ থাকলেও সীতাকু-ের কুমিরা সাগর উপকূলে অবস্থিত আবুল কাসেম রাজার মালিকানাধীন বিবিসি ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে নিষেধাজ্ঞা অমান্য করে রাত আনুমানিক দেড়টার সময় স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের কাজ চলছিলো। পর্যাপ্ত আলো ও শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা না রেখে কাজ করায় কাটিং করা একটি প্লেট সেখানে কর্মরত কাটার ম্যান মোঃ রাজুর উপর পড়ে গেলে তিনি বিশালাকার প্লেটের নিচে দীর্ঘ সময় চাপা পড়ে থাকে। পরে ক্রেনের সাহায্যে প্লেট তুলে ইয়ার্ডের লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর রাতে রাজু মারা যায় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস.আই পঙ্কজ বড়ুয়া। সীতাকু- থানার এস.আই মোঃ সাইফুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গেছি। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন