শেষ মুহুর্তে পুলিশ অনুমতি বাতিল করায় দিনাজপুর জেলা বিএনপি’র কর্মী সভা হয়নি। কর্মিসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু। কিন্ত সকাল থেকে কর্মী সভাস্থল স্থানীয় লোক ভবনে পুলিশ অবস্থান নিলে তিনি সভা স্থলে আসেননি। এদিকে কর্মীসভা না করতে পেরে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা লোকভবনে অভ্যন্তরীণভাবে কর্মীসভা’র জন্য পুলিশের কাছে আবেদন করেছিলাম। মৌখিকভাবে সম্মতি পাওয়ায় দূর-দূরান্ত থেকে নেতৃবৃন্দ এসেছিল। কিন্তু অভ্যন্তরীণ কর্মী সভাকেও সরকার ভয় পাচ্ছে। কেন প্রশ্ন রেখে তিনি বলেন, কারাগারে থাকা নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে কর্মী সম্মেলনসহ আন্দোলন কর্মসূচী পালন করতে আগ্রহী। কিন্তু জন সমর্থনের কথা বিবেচনা করে সরকার আমাদেরকে জনগনের কাছে দূরের কথা নেতা-কর্মীদের সাথেও মত বিনিময় করতে দিচ্ছে না। স্থানীয় তৈয়বা বøাড ব্যাংকে আয়োজিত তাৎক্ষণিক প্রতিক্রিয়াকালে কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, জেলা বিএনপি’র সভাপতি রেজয়ানুল হক, সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান, বিএনপি নেতা মাহবুব আহমেদ, পিনাক, সুমন, জুয়েলসহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন