শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোপালগঞ্জে অপহৃত স্কুলছাত্রী রাজবাড়ী থেকে উদ্ধার অপহরণকারী গ্রেফতার

গোালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) রাজবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় পহরনকারী নাঈম শেখকে (২১) পুলিশ গ্রেফতার করে। নাঈম শেখ রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে সিদ্দিক শেখের ছেলে ম মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পের এসআই নব কুমার ঘোষ জানান, গত ১২ ফেব্রুয়ারী গোহালা ইউপির গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে গোহালা গ্রামের শিক্ষকের কাছে প্রইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরনকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর পিতা ৬ জনকে আসামী করে মুকসুদপুর থানায় ১৭ এপ্রিল একটি অপহরণ মামলা দায়ের করেন। তারপর পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। গত ১৯ এপ্রিল জলিরপাড় পুলিশ ক্যাম্পের পুলিশ রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে নাঈম শেখের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নব কুমার ঘোষ আরো জানান, ওই ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরনকারী নাঈম শেখকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন